Call

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ভালো কাজগুলোকে সম্মান করে, ভাল কাজ করলে ধন্যবাদ দেয় পক্ষান্তরে খারাপ কাজে বাধা দেয়, তা করলে নিন্দা করে। আল্লাহর রাসূল সাঃ এর মহান বাণী اشد الناس عذابااليوم القيامۃ اامصورون কেয়ামতের দিন চিত্রকরদের বেশি শাস্তি দেওয়া হবে। বর্তমানে ভিডিওর মাধ্যমেই অসংখ্য কাজ প্রচলিত আছে, তাই ইসলাম ভিডিওকে নিষেধ করেছে। বর্ণিত আছে تاءمرون بالمعروف وتنهون عن المنكر। তাছাড়া দেওবন্দ মাদ্রাসা থেকে পরিস্কারভাবে এর হারাম সম্পর্কে ফতোয়া দেওয়া হয়েছে, যা তাদের ওয়েব সাইটে বিস্তারিত আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কারণ ইসলামে বাদ্যযন্ত্র হারাম । আর বর্তমানে যে সব মুভি থাকে সেখানে অশ্রীল চরিত্রে অভিনয় করা হয়। তাই এটা জায়েজ নাই ।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্নীত তিনি বলেন, রাসুল (সাঃ) বলেছেন, মহান আল্লাহ্ পাক ঐ ব্যক্তিকে কঠিন শাস্তি দেবেন, যে ব্যক্তি প্রাণীর ছবি তোলে বা আঁকে। টেলিভিশন, ভিসিআর ইত্যাদির মধ্যে যদিও কোন প্রকার শিক্ষণীয় বিষয় প্রচার অথবা ইসলামী প্রোগ্রাম অনুষ্ঠান হয়, কিন্তু যেহেতু তার মূলই হলো ছবি যা স্পষ্টত-ই হারাম ও নাজায়িয।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ