আমার সার্টিফিকেটে বয়স ১৭ চলতেছে । কিন্ত প্রকৃত বয়স ২১ চলতেছে জন্মসনদেও ২১ দেয়া আছে এমন্তঅবস্হায় যদি আমি ২ থেকে ১বছরের মধ্যে পালিয়ে বিয়ে করি তাহলে আইনি ঝামেলা হবে কী ??
শেয়ার করুন বন্ধুর সাথে
AalNoman

Call

পালিয়ে বিয়ে করলে সমস্যা হবে না যদি মেয়েটার ইচ্ছা থাকে। তবে মেয়ের বয়স ১৮ বছর হতে হবে।  [পালিয়ে বিয়ে না করে আপনার পরিবার ও মেয়ের পরিবারকে বুঝিয়ে তাঁদের কথামত বিয়ে করাই ভালো হবে।]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MdAbuSayid

Call

মেয়েটি যদি রাজি থাকে তাহলে ,আপনি পালিয়ে বিয়ে করলে কোনো সমস্যা হবেনা। তবে তাতে করে আপনার এবং ঐ মেয়েটার পরিবাররা কষ্ট পাবে।আর কাউকে কষ্ট দিয়ে নিজে সুখে থাকাটা দুঃখে থাকারি নামান্তর।আর মূলত কাউকে কষ্ট দিয়ে কেউ সুখি হতে পারেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ