আচ্ছা ভাই, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট vs সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই দুই টার মধ্যে আমাদের দেশে কোনটার চাহিদা বেশি এবং কোনটা নিয়ে পড়াশুনা করলে ভালো কম্পানীতে চাকরি করা যায়?  বাংলাদেশে ওয়েব ডিজাইন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য ভালো কয়েকটা কম্পানীর নাম বলুন।
Share with your friends

সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাহিদা বেশি। কারণ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর অংশ বিশেষ। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অবশ্যই CSE এর ছাত্র। আমিও একজন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার কিন্তু আমি CSE এর ছাত্র না। তাই আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বুঝব না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পরিধি ব্যাপক। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যেসব বিষয় নিয়ে কাজ করে- ১- সফটওয়্যার বা অ্যাপলিকেশন প্রস্তুতকরণ। ২- সফটওয়্যার টেস্টিং ৩- মোবাইল অ্যাপলিকেশন। ৪-ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট। ৫-প্রোগ্রামিং ৬-নেটওয়ার্কিং এবং ট্রাবলসুটিং ( সফটওয়্যার প্রস্তুতকরণ ও টেস্টিং এর জন্য কম্পিউটার নেটওয়ার্কিং এর ধারণা অবশ্যই থাকতে হবে। ৭- অন্যান্য বিষয়াবলী ইত্যাদি। সুতরাং সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাহিদা বেশি।

Talk Doctor Online in Bissoy App