শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ইসলামে টাই পড়া যাবে কিনা তা নি আলেম সমাজে মতভেদ রয়েছে, তবে সহজ সরল ভাষায় বলতে গেলে টাই পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত পোষাকের মধ্যে পড়ে না। তাই ইহা না পড়াই উত্তম। হাদীস শরীফে এসেছে, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য রাখে সে তাদের দলভুক্ত।  যেহেতু টাই পড়ার বিষয়টি অকাট্য তথ্য দলিল দ্বারা প্রমাণপুষ্ট নয়, ইহা বিধর্মীদের সাদৃশ্যতা গ্রহনের ইচ্ছা ব্যতিরেকেই এর ব্যাপক প্রচলন হয়ে পড়েছে তাই আলেমগণ বলেন, ইহা পড়া একেবারে হারাম তো বলা যাবেনা তবে সন্দেহযুক্ত বিধায় মাকরূহ হবে। তাই এর ব্যবহার এড়িয়ে চলাই কর্তব্য। হাদিসের বানীঃ- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,  হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট। আর এ দুয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয়- যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ হতে বেঁচে থাকবে, সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। [সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৫২]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ