ইন্টার ফাইনাল পরিক্ষার প্রায় আট মাসের মতো আছে । এই আট মাসে সবগুলো বই পড়ে এপ্লাস পাওয়া সম্ভব কি ? যদি সম্ভব তাহলে কি করলে এপ্লাস পাওয়া যাবে । আমি মানবিক শাখায় । আমার বই সমূহ পৌরনীতি , ইসলামের ইতিহাস , সমাজকর্ম , কৃষি শিক্ষা , বাংলা , ইংরেজি ও আইসিটি
Share with your friends
Call

মানবিক শাখায় হওয়াতে দ্রুত প্রস্তুতি নেয়াটা আপনার জন্য সহজ হবে। কারণ পড়ায় যত বেশি সময় দিবেন, যত মনোযোগ দিয়ে পড়বেন মানবিকে ফলাফল ততই ভালো হবে।  প্রথমত আপনাকে একটা রুটিন তৈরি করে ফেলতে হবে। আনুষঙ্গিক কাজের পাশাপাশি দৈনিক মোট কত ঘণ্টা পড়বেন সেটা প্রথমে ঠিক করুন। এরপর আপনার দক্ষতার বিচারে দুর্বল এবং সহজ সাবজেক্ট গুলোকে আলাদা করুন। প্রতিটি সাবজেক্টে কত সমত প্রয়োজন নির্ধারণ করুন। সাবজেক্ট গুলোকে দুইভাগে ভাগ করে নিন। ভাগ করবেন এমনভাব্র যেন প্রতিদিন কিছু কঠিন এবং কিছু সহজ বিষয় আসে। তারপরে ৩দিন ৩দিন করে পড়ার জন্য ঠিক করুন। অবশিষ্ট একদিন অপেক্ষাকৃত আপনার কাছে কঠিন সাবজেক্ট পড়ার জন্য বরাদ্দ রাখুন।  এরপরের কাজ আপনার। যা যা নির্ধারণ করা হলো সেসব সঠিকভাবে পড়ুন৷ প্রাইভেট বা কোচিং করতে পারেন, তবে নিজের পড়া আলাদা থাকবেই। আইসিটি, বাংলা এবং ইংরেজির জন্য প্রাইভেট পড়াই ভালো হবে। বাকিগুলো বেশি বেশি পড়ে কভার করুন।  এভাবে যদি নিয়ন্ত্রিতভাবে পড়তে পারেন অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন।

Talk Doctor Online in Bissoy App