শেয়ার করুন বন্ধুর সাথে

যেসব বিষয়াবলী কোনো জাতির আত্মপরিচয়ের সাথে সম্পৃক্ত, সেগুলোকে জাতীয় বিষয়াবলী বলে। এসব বিষয়াবলী সেই জাতির জাতীয়তার পরিচয় বহন করে। যেমন: আমরা বাংলাদেশে বাস করি, তাই আমরা বাংলাদেশী জাতি। অর্থাৎ আমাদের জাতীয়তা বাংলাদেশী। আমাদের জাতীয় বিষয়াবলী যেমন,

জাতীয় ফুল: শাপলা
জাতীয় ফল: কাঁঠাল
জাতীয় গাছ: আম গাছ
জাতীয় মাছ: ইলিশ
জাতীয় পতাকা: লাল-সবুজের পতাকা
জাতীয় কবি: কাজী নজরুল ইসলাম
জাতীয় ভাষা: বাংলা
জাতীয় সঙ্গীত: আমার সোনার বাংলা
জাতীয় পশু: রয়েল বেঙ্গল টাইগার
জাতীয় পাখি: দোয়েল
জাতীয় গাড়ী: গরুর গাড়ী
জাতীয় নেতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ('বাংলাদেশী' নামক জাতির পিতা)
এসব বিষয়াবলী আমাদের জাতীয়তার পরিচয় বহন করে, তাই এগুলো আমাদের জাতীয় বিষয়াবলী। ধন‍্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ