শেয়ার করুন বন্ধুর সাথে

মানুষের শরিরের স্বাভাবিক তাপমাত্রা 36-38 ডিগ্রি সেলসিয়াস। বাহিরের পরিবেশীয় তাপমাত্রা কমবেশি হলেও আমাদের শরিরের নিজস্ব তাপমাত্রার কোন কমবেশি হয়না। কারণ আমরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। যে কোন শারীরিক পরিশ্রমের সময়, অতিরিক্ত শক্তির জোগান দিতে হয়।এই বেশি শক্তি আসে প্রশ্বাসের সাথে গ্রহণ করা বাতাসের সাথে রক্তের গ্লুকোজের বিক্রিয়ার ফলে।বেশি গ্লুকোজ ভাঙ্গার জন্যে বেশি শ্বাস নিতে হয়, তাই আমরা পরিশ্রমের সময় জোরেশোরে শ্বাস নেই। গ্লুকোজের ভাঙ্গার ফলে শুধু শক্তিই নয় তাপও উৎপাদন হয় ফলে দেহের স্বাভাবিক তাপমাত্রা বেড়ে যায়।এই অতিরিক্ত তাপ রক্ত রসের সাথে মিশে বাষ্প আকারে ঘাম গ্রন্থির মাধ্যমে ত্বকের উপর জমা হয়। যদি বাতাসের আদ্রতা বেশি থাকে তাহলে বাতাসের পানির সাথে ঘমের বাষ্প মিশে তরল ঘাম সৃষ্টি হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ