Call

রোদ, ঘাম ও গরমে ত্বক হয়ে যায় তৈলাক্ত। গরমে ঘামে ভিজে শরীরের বিভিন্ন জায়গায় ছত্রাক জমে হতে পারে চুলকানি ও এলার্জি সমস্যা । এ সময় ত্বকে দেখা দিতে পারে নানা ধরনের ফুস্কুরি। লাল লাল ফুস্কুরি থেকে পরিত্রাণ পেতে, কোল্ড কম্প্রেস ব্যবহার করুণ। আক্রান্ত স্থানে ৫ থেকে ১০ মিনিট ধরে রাখুন। দেখবেন অনেকটাই কমে গেছে।. শরীরে ছত্রাকের সংক্রমণ থেকে মুক্তি পেতে শরীরের অভ্যন্তরীণ পোশাকগুলো আধা বালতি গরম পানিতে আধা কাপ সাদা ভিনেগার মিশ্রিত করে তাতে ধুয়ে ফেলুন। বয়স ও উচ্চতা অনুযায়ী দেহের ওজন নিয়ন্ত্রণে রাখুন। গরমে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই সঙ্গে সানগ্লাস ও ছাতা নিতে ভুলবেন না। ঔষধ হিসেবে নিমপাতার রস খেয়ে দেখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এর্লাজি এমন একটা রোগ যেটা থেকে সহজে মুক্তি পাওয়া যায় না।আমার এই রোগের জন্য ঘা হয়েছিল যার জন্য প্রায় বিশ হাজার টাকা লাগছিল।আমি এখন ভাল আছি।তবে এই রোগ থেকে সাময়িক মুক্তি পেতে Alset/alat ইত্যাদি ট্যালেট খান।এবং রোদে যাবেন না।গরুর মাংস খাবেন না।হাসের মাংস হাসের ডিম চিংড়ি মাছ ইত্যাদি খাবেন না।আর নিমপাতা খাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

আপনি বেশির ভাগ সময় রোদ থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর চুলকানির জজন্য গ্যাগোজিমা মলমটি ব্যবহার করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ