SYMPHONY V110 এর মূল্য কত এবং এটি কিনলে ভালো হবে নাহলে ফোনের নাম,মূল, ক্যামেরা ও র্যাম কত বলবেন প্লীজ
শেয়ার করুন বন্ধুর সাথে

মোবাইলটির দাম ৫৪৯০ টাকা।হ্যা এই টাকার মধ্যে মোবাইলটি ভালো

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

symphony v১১০ মোবাইলের দাম ৫৬৯০ টাকা। মোবাইলটি মোটামুটি ভালোই আপনি চাইলে এটি কিনতে পারেন। আর এই মোবাইলে আপনি কি কি পাবেন তা নিচের লিংক থেকে জানতে পারবেন। https://www.mobilemaya.com/phone/12364

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি ৬৯৯০ টাকায় Symphony R20 মোবাইলটি কিনে নিন। এটি আপনার জন‍্য সবচেয়ে ভালো হবে। এই ফোনটি ব‍্যবহার করে আপনি কখনো বিরক্ত হবেন না, এর গ‍্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। কেননা, এর রয়েছে 4900mAh Li-Polymer ব‍্যাটারী। প্রচন্ড পরিমানে নেট ব‍্যবহার করলেও এর চার্জ সহজে শেষ হয় না। মোবাইলে এলার্ম চালু অবস্থায় যদি কোনো কারনে মোবাইল বন্ধ হয়ে যায় আর সেই মোবাইল যদি ১মাসও বন্ধ থাকে, তাও আপনার মোবাইলে নিয়মিত যথাসময়ে এলার্ম বাজবে। এর প্রমাণ আমি নিজেই পেয়েছি। তাছাড়া এর রয়েছে 5" IPS HD Display, 8 GB ROM, 1 GB RAM, Dual SIM (micro+micro)। সোনালী রঙ্গের এই মোবাইলের সাথে আপনি পাবেন সোনালী ব‍্যাক প‍্যাড (কভার), স্পেশাল চার্জার ও স্পেশাল হেডফোন। তাছাড়া পাবেন এমন একটি ক‍্যাবল, যা দিয়ে অন‍্য মোবাইল থেকে আপনার মোবাইলে চার্জ নিয়ে আসতে পারবেন। তাছাড়া এই মোবাইলের রয়েছে চমৎকার Theme ও চমৎকার Wallpaper। আকর্ষণীয় মোবাইলটি সাথে থাকলে আপনার নিজেকেই হয়তো আকর্ষণীয় বলে মনে হবে। ধন‍্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি আপনার প্রশ্নে যে ফোনটির কথা বলেছেন সে ফোনটির দাম কম তবে ভালো । তাই বুঝতে পারছি আপনি কম দামের মধ্যেই একটি ভালো ফোন খুঁজছেন । তাই আমি আপনাকে বলব SYMPHONY i60 ফোনটি নিতে । এই ফোনটির কাস্টমার কেয়ার থেকে কিনলে ৭০০০ টাকা দিয়েই পাবেন । এই ফোনটির কিছু বৈশিষ্ট্যঃ ক্যামেরা ৮ মেগা পিক্সেল এবং ৫ মেগা পিক্সেল । ব্যাটারি ২৫০০ অ্যাম্পিয়ার । তবে ৪ জি সাপোর্টেড নয় । ২ জি এবং ৩ জি সাপোর্টেড । ৪ জি সাপোর্টেড নয় বলে মন খারাপ করবেন না । কারনঃ ৩ জি তেই অনেক ভালো স্পিড পাবেন । আর তাছাড়া বাংলাদেশের যে নেটওয়ার্ক ব্যবস্থা । ৩ জি ঠিক মতো সব জায়গায় পাওয়া যায় না । আচ্ছা যাই হোক । ফোন মেমরি ১৬ জিবি । RAM ২ জিবি । তাছাড়াও অ্যান্ড্রয়েড ভার্সন ৭ । মোটামুটি পারফরমেন্স এর দিক থেকে ভালো । ক্যামেরা নিয়েও চিন্তা করবেন না । ক্যামেরা ৮ আর ৫ মেঃপিঃ হলেও অসাধারন ছবি ওঠে । আপনি নিতে পারেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ