ওজন পাচ কেজি কমাতে হোমিওপ্যাথি ওষুধ জানতে চাই 
Share with your friends
simpleboy

Call

ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি হাতে গোনা কয়েকটি ওষুধকেই ওজন কমানোর জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে এসব ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শুরু করা উচিত। সব ওষুধ সবার জন্য প্রযোজ্য নয়। ডায়াবেটিস আছে কি নেই, রোগীর খাদ্যাভ্যাস কেমন, কিডনি বা অন্যান্য জটিলতা আছে কি না, সেসব বিশদ জেনে নিতে হবে। ওজন কমানোর জন্য প্রাথমিকভাবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও ব্যায়ামের কোনো বিকল্প নেই। এতে অকার্যকর হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে পারেন। 

Talk Doctor Online in Bissoy App

হোমিওপ্যাথিক ঔষধ এভাবে বলা চলেনা। কারন এতে একই রোগে অনেক ঔষধ আছে আবার একটি ঔষধ অনেক রোগের কাজ করে। এটা নির্ভর করবে আপনার রোগের/সমস্যার লক্ষন বা ধরনের উপর। যেমন আপনার মাথা বেথার ঔষধ আনার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসক এর কাছে গেলেন। তখন আপনাকে জিজ্ঞাসা ক ররা হবে আপনার বয়স, কিরকম ব্যাথা, কোন পাশে ব্যাথা, কত সময় যাবৎ ব্যাথা, আঘাত পেয়েছেন কিনা ইত্যাদি। একএক রকম লক্ষনের জন্য একএক রকম  ঔষধ রয়েছে। মাথা সামনের দিক বেথা করলে এক রকম ঔষধ পিছনে বেথা করলে অারেক রকম। এই হচ্ছে হোমিও চিকিৎসা।

তাই হোমিও চিকিৎসা নিতে হলে সরাস‌রি ডাক্তার এর কাছে চলে যান উনি বিভিন্ন লক্ষনের উপর ভিত্তি করে আপনাকে ঔষধ দেবেন। 
Talk Doctor Online in Bissoy App