বয়স ১৭ ।আমার ইউরিন ইনফেকশন ও জন্ডিস হয়েছে।এক্ষেত্রে আমার কতলিটার পানি পান করা উচিত ।আর কত লিটার পানি পান করলে কতলিটার মুত্র হতে পারে ? অনেক এন্টিবায়েটিক ট্যাবলেট ও ঔষধ খেয়েছি।এক্ষেত্রে আমার করনীয় কি ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রথমত বেশী করে পানি পান করতে হবে। রসালো টাটকা ফল খেতে হবে। দ্বিতীয়ত সকল ধরনের পানীয় পান বন্ধ করতে হবে। যেমন। প্রান আপ, স্পিড ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

২ লিটারের কম পানি পান না করাই ভালো। কিছুক্ষণ পরপর দুয়েক-গ্লাস পানি খেতে থাকবেন। 

আর এখন ফলের সময় ফলের জুস করে খেতে পারেন। ফলের জুসের মধ্যে-

  • আম
  • কাঁচা আম
  • লিচু
  • তরমুজ
  • বাঙ্গি
  • মাল্টা
  • আনারস
আর ৪-৫টা শসা খেতে পারেন। বেশি গরম লাগলে ঠান্ডা পানিতে গোসল করে নিবেন। ভাজা-পোড়া জাতীয় সবকিছু পরিহার করুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ