গাভী,পিপঁড়া ও পাখি ইত্যাদি প্রাণী কথা বলেছে কোরআনে আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হযরত সুলাইমান আঃ এর হুদহুদ পাখি!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হযরত সুলায়মান (আঃ) আল্লাহর হুকুমে পক্ষীকুলের আনুগত্য লাভ করেন। একদিন তিনি পক্ষীকুলকে ডেকে একত্রিত করেন ও তাদের ভাল-মন্দ খোঁজ-খবর নেন। তখন দেখতে পেলেন যে, "হুদহুদ" পাখিটা নেই। তিনি অনতিবিলম্বে তাকে ধরে আনার জন্য কড়া নির্দেশ জারি করলেন। উক্ত ঘটনা কুরআনের ভাষায় নিম্নরূপঃ- সুলায়মান (আঃ) পক্ষীকুলের খোঁজ-খবর নিল। অতঃপর বলল, কি হল হুদহুদকে দেখছি না যে? না-কি সে অনুপস্থিত’ (নামল-২০)। সে বলল, আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা যবহ করব অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ (নামল-২১)। কিছুক্ষণ পরেই হুদহুদ এসে হাযির হয়ে বলল, হে বাদশাহ! আপনি যে বিষয়ে অবগত নন, আমি তা অবগত হয়েছি। আমি আপনার নিকটে "সাবা" থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি (নামল ২৭=২০-২২)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ