আমার জানা মতে টেকনিকাল প্রকাশনি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
OVIsekBD

Call

 ২ টা ভাল মানের বই।।।।।

তবে টেকনিক্যাল বোর্ড প্রশ্ন বেশি আছে।।।

হক এর বইতে বোর্ডের প্রশ্ন অল্প তবে কমোন আসে।।।

তবে স্যার যে বই কিনতে বলে।ঐ গুলু কিনুন।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

টেকনিক্যাল প্রকাশনীর বইগুলোতে খুব কম বিশ্লেষণ করা হয়েছে,আপনি দেখবেন বইয়ের সাইজ ও অনেক ছোট। এখানে বিস্তারিত খুব কম লেখা থাকে। আর প্রশ্নও কম থাকে,যার ফলে বেশি বেশি প্রাকটিস করার সুযোগ হয়না। তবে টেকনিক্যাল প্রকাশনীর বই এর একটা বিশেষ গুন হল ম্যাথ ভিত্তিক যে বইগুলো আছে ওইসব বিষয়ের জন্য টেকনিক্যাল প্রকাশনীর বই ভালো। হক প্রকাশনীর বইতে যেকোন সমস্যা বিস্তারিত লেখা হয়,আর অনেক বেশি প্রশ্ন থাকে,সেক্ষেত্রে আমি বলব হক এর বই পড়লে ভাল হবে। তারপরও আপনার কলেজের স্যারেরা যে প্রকাশনীর বই পড়তে বলে ওইটা নিবেন। কারন এক এক স্যার এক এক প্রকাশনীর বই অনুসরণ করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

১ম সেমিষ্টারে 'টেকনিকাল প্রকাশনি' অথবা 'সাবা পাব্লিকেশনস্ ' এর বই পড়লে ভালো হয়, পরের সেমিষ্টার থেকে 'হক প্রকাশনি'ই ভালো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ