কোন ইন্জিনিয়ারিং এ আয় বেশি ১.সিভিল নাকি ২.ইলেকট্রিক্যাল?এ দুটোর মধ্যে কোনটির চাহিদা বর্তমান বাংলাদেশে বেশি?আর এ দুটিতে এসএসসির পর কিভাবে বিএসসি করলে ভালো হয় ১.ডিপ্লোমা পড়ে নাকি ২.ইন্টারমিডিয়েট পড়ে??আমি শুধু সিভিল আর ইলেকট্রিক্যাল বিষয়ে প্রশ্ন করেছি!কম্পিইটার বা মেকানিকাল পড়ার ইচ্ছা নাই।
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

দুটি ডেপার্টমেন্ট ই চাকুরির দিক দিয়ে বেশ চাহিদা।

তবে আমার ব্যাক্তিগত উপদেশ 'ইলেকট্রিক্যাল'. 
আপনার যে বিষয়টি সবথেকে প্রিয় বা আপনি জীবনে 
নিজেকে যে পেশায় পেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেই 
অনুযায়ী ডেপার্টমেন্ট নিয়ে পড়ালেখা করেন। 

আপনার পড়ালেখার মান খুব ভালো হলে HSC করে
সরাসরি BSC করতে পারেন, সমস্যা নেই। এতে ২ বছর
কম সময় লাগবে। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ