Dbbl & Roket এগুলোর পার্থক্য কি। *322# এই দুটোর ই মেনু কোড। উওর টা বুঝিয়ে লিখবেন
Share with your friends
Call

দুনোটা এক নাম দুইটা যে কোন পার্থক্য নেই..

Talk Doctor Online in Bissoy App

DBBL হচ্ছে Datch Bangla Bank Ltd

আর Rocket হচ্ছে এই ব্যাংকের (ডাচ বাংলা ব্যাংকের) বর্তমান মোবাইল ব্যাংকিং এর নাম। 



আর *৩২২# এই কোডটি রকেটেরই ম্যানু কোড

আপনার যদি রকেট একাউন্ট থেকে থাকে তাহলে এই কোডটি ডায়াল করেই মেনু অপশন পাবেন।

আশা করি আপনি উপযুক্ত উত্তর পেয়েছেন।

ধন্যবাদ।
Talk Doctor Online in Bissoy App
Call

দুটোই একই জিনিস। আগে যার নাম ছিলো dbbl এখন তার নাম হচ্ছে রকেট। আর দুটোরি কোড *322#

Talk Doctor Online in Bissoy App
Call

রকেট হলো ডাচ বাংলা ব্যাংক এর একটি সেবার নাম। মুলত রকেট এর পূর্ব নাম ডাচ বাংলা ব্যাংক-ই ছিল। পরে লেনদেন সুবিধার জন্য নাম পরিবর্তন করেন। রকেট এর মাধ্যমে মোবাইলে টাকা লেনদেন হয়। আর ডাচ বাংলা ব্যাংক চেক এর মাধ্যমে টাকা লেনদেন হয়।

Talk Doctor Online in Bissoy App
Call

DBBL= ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড । রকেট= বরিশাল বিভাগের মানুষ DBBL কে রকেট বলে । তাই DBBL এর নাম রকেট রাখা হয়েছে

Talk Doctor Online in Bissoy App
Call

Dbbl হচ্চে Dutch Bangla Bank Ltd এর শর্ট ফর্ম নাম। অর্থাৎ Dutch Bangla Bank Ltd কে ছোট করে বলা হয় Dbbl. আর রকেট বা Roket হচ্ছে Bbbl এর মোবাইল ব্যাংকিং এর একটি সেবার নাম। অর্থাৎ Dbbl তার মোবাইল ব্যাংকিং এর সেবাটির নাম দিয়েছে Roket. আর এই সেবাটি পেতে মোবাইল থেকে *322# ডায়েল করতে হয়। এই সেবাটি মোবাইলে পেতে চাইলে রেজিস্ট্রশন করতে হয়। এই রেজাস্ট্রশনটি করতে কোন খরচ নেন না Dbbl.

Talk Doctor Online in Bissoy App