Call

সালাত আদায়ের সময় অথবা সিজদার সময় চোখ বুজে থাকলে, যদি ঘুম ধরে তাহলে ঘুমের কারনে আপনার অযু ভেংগে যাবে। এমনকি নামাজ-ও ভেংগে যাবে। আর যদি ঘুম না ধরে তাহলে সিজদার সময় চোখ বুজে থাকলে-ও সিজদা কবুল হবে। তবে চোখ না বুজাই উত্তম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

চোখ বুজে থাকাটা যদি নামাজে একাগ্রতা আনয়নের জন্য হয় তাহলে এতে নামাজে কোনো সমস্যা হবে না। আর যদি বিনা কারণে চোখ বুজে থাকা হয় তাহলে মাকরুহ হবে। আর যদি সুন্নাহসম্মত সেজদারত অবস্থায় ঘুম চলে আসে এবং সেজদার অবস্থার কোনো পরিবর্তন না হয় তাহলেও কোনো সমস্যা নেই। অর্থাত নামাজ ভাংবে না। তবে নামাজে এতোটা অমনোযোগী হওয়া আদৌ কাম্য যে ঘুম চলে আসে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ