শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এরকম সমস্যা অনেকেরই হয়ে থাকে যা খুবই বিরক্তিকর। এর ফকে মুখ কালো দেখায় এবং ব্রণ উঠতে পারে। তাই এটি রোধ করার দরকার আছে। 

এর জন্য করণীয় হলো-

  • বারবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন।
  • হাতের কাছে ফেসিয়াল ট্যিসু রাখবেন। তৈলাক্ত হলেই মুছে ফেলবেন। খুব আলতোভাবে মুছতে হবে। 
  • গোসলের সময় ও রাতে ঘুমানোর আগে অয়েল ক্লিনিং ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিবেন। তারপরে অয়েল কন্ট্রোল পাউডার মুখে মাখবেন। ফেসওয়াশ নিউট্রিজেনা(ছেলে বা মেয়ে) ব্যবহার করতে পারেন।
  • মুখে টমেটো বা শসা ঘষতে পারেন। বেশ কার্যকরী উপায়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

আপনি দিনের শুরুতে ফেসওয়াস ব্যবহার করতে পারেন,শসার রস, সময় করে পানির ঝাপটা-এছাড়াও gharniar oil clear ব্যবহার করতে পারেন এটা ত্বকের তেলতেলে ভাব দুর করতে সাহায্য করবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ