আমার মুখ অনেক তৈলাক্ত, যার ফলে অনেক কালো দেখায় বা দেখতে কেমন যেনো লাগে? এ ক্ষেত্রে আমি কি করতে পারি বা কি ক্রিম অথবা ফেসওয়াস ব্যবহার করতে পারি।।
শেয়ার করুন বন্ধুর সাথে
MHizbullah

Call

আপনি "নিভিয়া মেন" ক্রিমটি ব্যাবহার করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

 ভাই আপনি কোনো ক্রিম বেবহার করার চেয়ে আপনি অর্ধেক পাতিলেবু তারউপর কিছু চিনি দিয়ে মুখে ভালোকরে ঘষুন এবং 10 মিনিট পর মুখ ধুয়ে ফেলুন এরকম সপ্তাহে 4বার করুন তখন আপনার তৈলাক্ত দুরহবার পাসপাসি মুখ উজ্জ্বল হবে ।।আর আপনি যদি কোনো ক্রিম বা ফেসওয়াশ বা সাবান বেবহার করেন তাহলে সাইড ইফেক্ট হবার সম্ভাবনা থাকতে পারে যার ফলে আপনার মুখে ব্রণ হতে পারে ।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি গার্নিয়ার

মেন এ্যাকনো ফাইট,

ফেসওয়াস, দিয়ে ২ বেলা মুখ

ধুবেন,

,, আর প্রতিদিন

ব্যবহার করবেন " ফেয়ার এন্ড

হ্যান্ডসম" ক্রিম,

আশা করি

ভাল ফলাফল পাবেন!image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ