Call

হ্যা, বিয়ের খোৎবা সুন্নত। খুৎবা না হলেও বিয়ে হবে,  লিখিত ভাবে তো হবেই। তবে অবশ্যই বিয়ের তিনটি শর্ত পাওয়া যেতে হবে।  1. ইজাব-কবুল (অর্থাত বরপক্ষ থেকে প্রস্তাব এবং কনের গ্রহণ।) 2. দেনমোহর ধার্যকরণ। 3. সাক্ষী থাকা। (কমপক্ষে দুজন প্রাপ্ত বয়স্ক পুরুষ অথবা একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও দুজন প্রাপ্তবয়স্ক মহিলা) বিয়ের এই তিনটি শর্ত যদি পাওয়া যায় তাহলেই ইসলামী শরীয়ত অনুসারে বিয়ে হয়ে যাবে। যেহেতু খোৎবা শর্ত নয় বরং সুন্নত তাই খোৎবা হওয়াও জরুরি নয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কোর্টে বিয়ের খুৎবা ছাড়া শুধু স্বাক্ষরের মাধ‍্যমে বিয়ে করা ইসলামে জায়েজ নেই। ইসলামে কোর্ট ম‍্যারিজ বলতে কিছু নেই। যেই বিয়েতে খুৎবা পড়া হয় না, সেই বিয়ে কখনো জায়েজ নয়। ধর্মীয় কাজী খুৎবা পড়বেন, বর ও কনে কবুল বলবেন, ২ জন ছেলে স্বাক্ষী অথবা ১ জন ছেলে ও ২ জন মেয়ে স্বাক্ষী উপস্হিত থাকবেন, তবেই বিয়ে সম্পূর্ণ হবে। তবে যেহেতু দেশীয় আইনে আপনাদের বিয়ে হয়ে গেছে, সেহেতু একজন আলেমের মাধ‍্যমে ইসলামিকভাবে খুৎবা ও কবুল করে বিয়ে করে সম্পর্কটাকে বৈধতা দান করা যায়।

https://www.bissoy.com/769412/
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ