১০ মাস আগে আমার প্রসাবে জবালাপোড়া শুরু হয়। সকল ধরনের টেস্ট করার পর প্রোস্টেটে সমস্যা ধরা পড়ে। আমার বয়স ২৪ এই বয়সে এনলারজড প্রোস্টেট ধরা পড়ে। এবং এজন্য আমার প্রসাবে ক্ষয় হয় এবং শরীর দুর্বল এবং চোখের নীচে কালি পড়ে যায়। আমি ডাক্তার দেখাইলে মেডিসিন দেয় কিন্তু সেটা খেলে আবার এলারজি হইত তাই হোমিও খাইছি এখন প্রোস্টেট সাভাবিক এবং প্রসাবের ক্ষয় ও বন্ধ হয় হোমিও খেয়ে। কিন্তু ১০ দিন হইল আবার প্রসাবে ক্ষয় হচ্ছে বাথরুমে গেলে চাপ দিলে বীর্য বের হচ্ছে। এর সমাধান চাচ্চি আমি একবারে কোথায় দেখাবো? সাইকোলজিস্ট নাকি অন্য কাউকে?
শেয়ার করুন বন্ধুর সাথে