উন্নত দেশসমূহের চাকচিক্যে আকৃষ্ট হয়ে মেধাবী ছেলেমেয়েরা তাদের গরিব মাতৃভূমি ত্যাগ করে বিদেশে যায় এবং তাদের উচ্চর শিক্ষা শেষ করার পর সেখানে স্থায়ীভাবে থেকে যায়। অনেক সময় দক্ষ ডাক্তার,বৈজ্ঞানিক ও প্রকৌশলীরা বিদেশে যায় এবং সেখানে মোটা বেতনে ও উন্নততর সুযোগ-সুবিধার বিনিময়ে চাকরি করে। মেধাপাচারের ফলে দেশটি তার অধিকতর মেধাসম্পন্ন লোকদের সেবা থেকে বঞ্চিত হয়। এটা তখনই ঘটে যখন এই মেধাবী লোকেরা স্থায়ীভাবে সেদেশে চলে যায়। যদি তারা সেখানে একটা নির্দষ্ট সময়ের জন্য কাজ করে এবং তাদের নিজের দেশে অর্থ প্রেরণ করে তাহলে দেশটি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে উপকৃত হয়। আর যদি এই মেধাবী ও দক্ষ লোকেরা তাদের দেশ চিরতরে ত্যাগ করে তাহলে গরিব দেশটি তার অধিকতর ভাল সন্তানদের দরিদ্রতর হয়ে পড়বে। পরিশেষে বলা যায় যে, উচ্চ শিক্ষার জন্য ভালো,মেধাবী, দক্ষ ছাত্রগুলো লেখাপড়া করে অন্যদেশে স্থায়ীভাবে বসবাস করে। নিজের মাতৃভূমিকে বিসর্জন দেয়া মেধা অবমূল্যায়ন যে মেধার পাচার মূল কারণ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ.......

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ