শেয়ার করুন বন্ধুর সাথে

ভয় কি পাওয়া যায় নাকি...হাহাহাহাহা...ভয় লাগে নাকি ভয় করে...হুমম...যাই হোক,ভয়টা প্রয়োজনীয় দেখেই ভয় লাগে বা করে।তবে এটা পুরোপুরি নিজের কিউরিয়াস মনের উপর নির্ভর করে,আসলে কি থেকে ভয় জাগবে আর কোনটা থেকে ভয় জাগবে না...কিউরিয়াস মানুষের ভয় দিন দিন কমে,আর এজন্যই প্রতিটা মানুষের ভয়ের পরিমাণ দিনে দিনে কমতে থাকে,কারণ আমরা প্রত্যেকেই কম আর বেশি কিউরিয়াস থাকি...হাহাহাহাহা...ভাল থাকবেন।তবে নবাব সাহেব ভাল বলেছেন,ভয়টা আসলে কিছু কিছু ক্ষেত্রে অন্যারা আমাদের ভেতর স্থাপণ করে দেয় তবে আপনি যদি এওনাফ কিউরিয়াস হন বা নিজেকে প্রশ্ন করার কেপাসিটি থাকে বা তৃতীয় ব্যাক্তির পারস্পেকটিভ থেকে নিজেকে বিচার করতে পারেন,তাহলে এসব উপড়ে ফেলতে বেশি দিন লাগে না...তাই,টেনশিত হবার কিছু নাই...ভয়কে তারাই পায় যারা এটাকে খোজে...কারণ না খুজলে তো কিছুই পাওয়া যায় না,তাই না?...হাহাহাহাহা...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ