আমি ssc পরিক্ষা দিয়ে বসে আছি।আমার পারিবারিক অবস্থা খুব খারাপ।তাই আমি একটা ছোট খাটো চাকরি করতে চাই।আমি গার্মেন্টসে যাবার কথা ভাবছি তবে এই বিষয়ে আমার কোনো অভিঙ্গতা নাই।আমার কি চাকরি হবে।এবং কি কি কাগজ পাতি লাগে।আর বেতন কেমন আসবে।একটু সবাই সাহায্য করেন।যদি কোম্পানির মোবাইল নাম্বার দেন তবে খুব ভালো হয়।


Share with your friends
Call

টেক্সটাইলের কাজ নিতে পারেন। এটা অনেক ভাল কাজ। 

Talk Doctor Online in Bissoy App

ভাই পরিবারের কথা চিন্তা করে আপনি যে সিদ্ধান্ত নিছেন তা সত্যি যুক্তিযুক্ত।  আপনি যদি সামনে পড়া লেখা চালিয়ে যেতে চান তাহলে আপনার জন্য গার্মেন্টস না যাওয়া ভালো। যদি আপনি একটু ভালো মানের ছাত্র হয়ে থাকেন তাহলে আপনি আপনার এলাকায় কিছু টিউশনি করেন। তাতে করে আপনার পড়া লেখা চালু থাকবে এবং আপনার নিজের মেধার বিকাশ ঘটবে।  তাই আমি আপনাকে এই সিদ্ধান্ত দিতে পারি।  আর যদি সেটা আপনার দ্বারা অসম্ভব হয় তাহলে গার্মেন্টস এ যেতে পারেন।  এছাড়া বিভিন্ন কোম্পানিতে সেলস রিপ্রেজেনটেটিভ হিসাবে কাজ নিতে পারেন।  তাতে আপনা ১০,০০০/= এর বেশি ইনকাম হবে। ধন্যবাদ ।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার বয়স যদি ১৮ হয়ে থাকে তবে আপনি গার্মেন্টসে হেলপার হিসেবে যোগদান করতে পারবেন । এজন্য আপনাকে এইট পাসের সার্টিফিকেট,পরিচয়পত্র,জন্ম সনদ লাগবে।সব গার্মেন্টসে ১ তারিখে লোক নেয় আপনি তখন আপনার কাগজগুলো নিয়ে গেটে দাড়ালেই হবে।অভিজ্ঞতা লাগবেনা ।

Talk Doctor Online in Bissoy App

ভাই আপনি লেখাপরার পাশাপাশি আপনার এলাকার যে কোন একটা কোম্পানীর মার্কেটিং এর কাজ করতে পারেন। আপনার এলাকায় যারা কোম্পানীর ডিলারশীপ নিয়ে আছে তাদের মাধ্যমে চাকরী নিতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App