বাবার অবস্থা যেটাই থাকুক না কেন, আপনার চিন্তা চেতনা যেন হয় জীবনে সফল হওয়া এবং ভালো কিছু করা । 


কি করবেন বা কি হবেন জীবনে সেটা আপনার ইচ্ছে এবং ভালো লাগা থেকেই নির্বাচন করবেন ।
আপনি বলেছেন যে, আপনি এবার নবম শ্রেণীতে পড়েন । 
আপনার প্রতি আমার সাজেশন এটাই থাকবে । ভালোভাবে লেখাপড়া করে এসএসসিতে ভালো রেজাল্ট করুন । 
তারপর চিন্তা করবেন কোন লাইনে গেলে বা কোন সেকশনে পড়ালেখা করলে ভালো হবে । এত আগেই নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করে খারাপ রেজাল্ট করার কোন মানে হয়না । 

উদ্দেশ্য একটা রাখতে পারেন, যেকোন মূল্যেই হোক ভালো রেজাল্ট করতে হবে । এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারলে তখন সিদ্ধান্ত নিতে সুবিধা হবে ।

তাই বর্তমানে একাডেমিক পড়ালেখা নিয়ে ব্যাস্ত থাকাই শ্রেয় ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সত্যি বলতে কি ভাইয়া গরিবের ছেলেরাই বড়ো পজিশনে যেতে পারে। কারণ স্ট্রাগল করার ক্ষমতা তারা জন্মসূত্রে পেয়ে থাকে। তুমি তো সাইন্স নিয়ে পড়ছো আবার উচ্চতর গণিতও আছে সুতরাং তুমি মেধাবি ছাত্র এতে ভূল নেই। তুমি সাইন্স নিয়েই খুব খুব খুব ভালো করে পড়ো। দেখবে তুমি খুব ভালো পজিশনে যেতে পারবে। মনটাকে শক্ত করো। আর এগিয়ে যাও। a shining future is waiting for you.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ