Call

গণিত মূলত চর্চার উপর নির্ভর করে। যে গণিত যত বেশি চর্চা করবে, সেই ভালো করতে পারবে। অাপনি যদি প্রতিদিন গণিত চর্চা করতে থাকেন, তাহলে অাশা করি ভবিষ্যতে গণিতে সমস্যা হবে না।

 অামি দেখেছি, এসএসসিতে ভালো গণিত না পারা ছাত্র নিয়মিত চর্চা করে এইচএসসিতে ভালো করছে। যে টপিকটিতে নিজেকে দূর্বল ভাবেন সেটা নিয়ে বেশি মাথা ঘামান। বেসিক ধারণা পরিষ্কার করুন। তাহলেই পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

গনিতের ব্যাপারে আমার একটা ডায়ালগ হলো গণিত না করিলে চর্চা,হয়ে যাবে খরচা।আপনি আলবাট আইনস্টান কে ফলো করতে পারেন।তিনি গণিত না পারার কারণে ম্যাডাম ক্লাস থেকে বের করে দেয়,তখন কাদতে কাদতে মায়ের কাছে গিয়ে ঘটনাটা বললো,তার মা সাহস দিয়ে বললো এই অংকটা করো তিনি করলেন কয়েকবার পরে আরেকটা দিলেল সেটাও কয়েকবার করলেন দেখা গেছে এভাবে সব গণিত শেষ,অবশেষে তিনি হলেন আইন্্্্্্্স্টান

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ