Call
এখানে কিছু ব্যাপার আছে। এই সমস্যা গুলান কি যৌন মিলনের সময় হয় না হস্তমুইথন করার সময়? যদি হস্তমুইথন করার সময় হয় তাইলে এইটা সিওর হয়ে বলা যাবে না যে আপনি যৌন রোগে আক্রান্ত। এছারা যৌন মিলনের সময় দুশ্চিন্তা, ভয় এইগুল কাজ কাজ করলেও এই ধরনের সমস্যা হয়। আগে নিজে এই সব কারন গুল খুজে বের করুন।
আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। আর এর সাথে পর্যাপ্ত পরিমানে ঘুম এবং পুষ্টিকর খাবার এক্ষেত্রে অনেক সাহায্য করবে।
যদি এই ধরনের কন কারন না থাকে তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। দ্রুত বীর্যপাত, পুরুষাঙ্গের উত্থানে দুর্বলতা, যৌন ইচ্ছা কমে যাওয়া এসবের পিছনে শারীরিক, মানসিক অনেক কারন থাকে। একজন অভিজ্ঞ ডাক্তার সেই কারন গুলো ঠিক মত বুঝে তার পর রোগ নির্ণয় করে চিকিৎসা দিবে।
সে ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে সাইড ইফেক্টের ভয় থাকে না এবং সম্পূর্ণ ভাবে সুস্থ হয়া সম্ভব।
 
CureSexBD | Online Sexual Health Clinic নামে নতুন একটি অনলাইন ক্লিনিক চালু হয়েছে। এখানে অনলাইনে বা মোবাইল কল এর  মাধ্যমে সব ধরনের যৌন রোগের পরামর্শ এবং হোমিওপ্যাথি চিকিৎসা দেয়। এবং ওষুধও হোম ডেলিভারি দেয়। যোগাযোগ করে দেখতে পারেন।

এদের এই লিঙ্ক থেকে দেখে নিতে পারেন যে আসলেই আপনি কোন যৌন রোগে আক্রান্ত কিনাঃ  https://curesexbd.com/online-appointment-form-en.html
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি বহু যৌন সমস্যায় জর্জরিত|এসব বিষয় থেকে মুক্তি পেতে হলে সরাসরি যৌন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে|কিছু দিন যাবৎ সমস্যা তাই শিঘ্রই ডাক্তারের শরণাপন্ন হোন| আর হস্তমৈথুনের অভ্যাস থাকলে একেবারে পরিহার করেন|নিয়মিত প্রোটিন ও সূষম খাদ্য গ্রহণ করেন|দুধ, ডিম, কলা, মধু, মাংস, আমিষ প্রভূতি খাদ্য প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন| আর যৌন বিষয়ে সচেতন হোন|সংকোচ ভেঙ্গে ডাক্তারের পরামর্শ নিন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ