আমার এনড্রুয়েড মোবাইলে আজকাল অনেক দ্রুত এম.বি শেষ হয়ে যাচ্ছে... আমি ২0 টাকার এম.বি কার্ড =১00 এম.বি দিয়ে ৩ দিন চালাতে পারতাম..তিন দিন ইউস করার পরেও ৬০ থেকে ৫০ এম.বি পরে থাকত। আপনারা ভাবতে পারেন যে এম.বি বেশি যাচ্ছে কারন বেশি ইউস হচ্ছে। কিন্তু বেপারটা সেটা নয়। আমি এম.বি কার্ড দিয়ে শুধু মাত্র ক্লেশ অব ক্লেন খেলি অন্য কোন কিছু ব্যবহার করি না। কিন্তু এখন ১00 এম.বি দিয়ে সর্ব্বোচ্চ আধা ঘন্টা খেলার পরেই এম.বি শেষ হয়ে যায়। এই ঘটনাটা আজ 7-8 দিন ধরে হচ্ছে..েএখন আমি কি করতে পারি।
শেয়ার করুন বন্ধুর সাথে

Call

আপনি গুগল প্লে ষ্টোরে গিয়ে "no root data firewall"এপসটি ডাউনলোড করুন এবং যে এপস দিয়ে নেট চালাবেন সেটা ছাড়া বাকী সব এপস নট এলাউ করে দিন, আশা করি কাজ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার বোধহয় কোনো সফটওয়্যার ডাউনলোড অসম্পূর্ন রয়েছে এজন্য সকল নেট ইউস এপস আনইনস্টাল করুন এবং প্রয়োজনে এপস ইনষ্টাল করে ব্যবহার করুন তাহলে এমবি কম কাটবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সেটিং এ যান, ডাটা ইউজেস এ ক্লিক করুন, আপনার মেগাবাইট এর খরচগুলি প্রদর্শন করবে, সিউসি ছাড়া যদি দেখতে পান অন্য এপ বেশি এম্বি ইউস হচ্ছে তাহলে ঐটা রিস্ট্রিক্ট করে দিন, (সাধানরত প্লে-স্টোর বেশি মেগা খেয়ে থাকে) কিন্তু গুগল প্লে সারভিস টা রিস্ট্রিক্ট করবেন না, তাহলে গুগল আইডি সুইচ করতে সমস্যা হবে! ধন্যবার!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার মোবাইলে যখন ইন্টারনেট ব্যবহার করেন তখন যে  এ্যাপ এ কাজ করবেন সেটার ডাটা অন রেখে বাকিগুলোর ডাটা কালেকশন অফ করে রাখুন তাহলে এমবি কম খরচ হবে। তাছারা ভিডিও দেখলা বা অনলাইনে গেম খেললে দ্রুত এমবি খরচ হতে থাকে। আপনি ডাটা রোমিং অফ করে রাখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নেট সেটিং এর "ডাটা রোমিং" এর টিক চিহ্নটি তুলে দিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে ইন্টারনেট ব্যবহার করুন।তাহলে যে ব্রাউজার ব্যবহার করবেন শুধু সেই ব্রাউজার থেকে এম বি কাটবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

অতিরিক্ত এমবি কাটবে না  এই নিয়ম গুলো অনুস্বরন করলে। 
অটো আপডেট বন্ধ করাঃ- আমাদের মোবাইলে আমরা যে সপ্টওয়ার ব্যাবহার করি,সে সপ্টয়ার গুলা নেট কানেকশন পেলেই google playstore থেকে আপডেট হতে শুরু করে ।আর এই কারনে আমাদের মোবাইল টি অনেক স্লো কাজ করে ।তারপর আপনার ইচ্ছার বিরুধ্যে আপনার MB কাটতে থাকে ।অর্থাৎ আপনার ডাটা পেকেজের ডাটা গুলো কাটতে থাকে ।সপ্টওয়ার ডাউনলোড হতে আপনার MB তো কাটবেই তাইনা।আমরা এখন দেখব কিভাবে এই অটো আপডেট বন্ধ করা যায় ।আর আমাদের MB বাছানো যায় ।
প্রথমে আপনার
ডিবাইসে play store অ্যাপ টি ওপেন করুন,এবার আপনার ডিবাইসের মেনু বাটান বা ডিবাইসের 3 Dot মেনুতে ক্লিক করুন ।
এবার আপনি যে মেনু পাবেন সেখান থেকে play store সেটিং অপশনে ক্লিক করুন ।এবার সেটিন মেনু থেকে “auto-update apps” সিলেক্ট করুন ।এখানে auto update apps ক্লিক করার পর আপনি নিচের তিনটি অপশন সহ একটি পপ আপ পাবেন
-Do not auto update apps
-auto update apps at any time.data charges my apply and
Auto-updatae apps over wifi only
এই তিনটা অপশন থেকে আপনি প্রথম অপশন টা সিলেক্টা করুন ।
ব্যাস বন্ধ হয়ে গেল আপনার সপ্টওয়ার গুলো অটো আপডেট হওয়া ।
অ্যাপ ডাটা সেটিং :-অনেক সময় আমাদের ডিবাইস গুলোতে এমন কিছু অ্যাপ থাকে যা নিজে নিজেই নিয়মিত আপডেট হয় ।আর এই কারনে আমাদের মেগা কাটতে শুরু করে ।যেমন ধরুন গুগল+ সাধারন্ত গুগল+ আমাদের ডিবাইসে থাকা ছবি গুলোকে ক্লাউডে ব্যাকাপ করে ,যাতে যে কোন সময়,আপনি আপনার ইচ্ছা মত ছবি গুলো দেখতে পারেন ।এক্ষেত্র আপনার ছবি গুলা যদি বড় হয় ।তাহলে অবস্যই আপনার MB অনেক বেশি কাটবে ।কিন্তু আপনি এই ভাবে ডাটা কাটার সিস্টেম টা বন্ধ করতে পারবেন ।চলুন দেখি বন্ধ করতে কি নিয়ম অনুসরন করতে হয় ।
প্রথমে setting থেকে auto-backup এ গিয়ে আপনার মিডিয়া ফাইল গুলার জন্য ব্যাকাপ অপশন সিলেক্ট করে দিতে পারেন ।
তারপর আপনার মবাইলের ব্যাকরাউন্ড ডাটা অপ করুন ।অপ করার জন্য আপনাকে setting থেকে DATA usage এ গিয়ে মেনু থেকে restrict background Data অপশন্টি মার্ক করে দিলেই হবে ।
আমরা অনেকেই আমাদের হোম স্ক্রিনের সুন্দর্য্য বৃধ্যি করার জন্য নানা রকম উইগেট ব্যবহার করে থাকি ,আমরা বেশিরভাগ মানুষ ওয়েদার উইগেট ব্যাবহার করে থাকি ।এই উইগেট গুলা আমাদের প্রতিনিয়ত আপডট হয় আপনাকে সর্বশেষ আপডট ইনফর্মেশন দেয়ার জন্য।account sync হওয়ার কারনে DATA খরচ হয় ।
তাই আপনার যদি প্রয়যোন না থাকে আপনি এইটা অপ করে রাখতে পারেন ।অপকরার জন্য নিছের পধ্যতি অনুসরন করুন ।settings>Data usage>এবার Auto-sync Data অপশনটি আনচেক করে দিন ।
এবার আপনার কাজ শেষ,এবার আপনার আর অতিরিক্ত ডাটা করচ হবেনা ।আপনি যত টুকু নেট ব্রাউজ করবেন বা ডাউনলোড করবেন তত টূকুই আপনার ডাটা পেকেজ থেকে কাটা হবে ।এবার নিসচিন্তে ইন্টারনেট ব্যাবহার করুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ