এটা একটা হিন্দু মতবাদ,,,,,
শেয়ার করুন বন্ধুর সাথে

সব সৃষ্টির অন্তরে ঈশ্বর- হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে এ কথার যথার্থতা থাকতে পারে। কিন্তু মুসলমানদের নিকট এ কথার কোনো যথার্থতা নেই। প্রথমত ইসলামে ঈশ্বর শব্দ ব্যবহারের বিধান নেই। কারণ এটা হিন্দুদের একটি ধর্মীয় পারিভাষিক শব্দ। তাদের নিকট ঈশ্বরের একটি রূপ রেখা আছে। সে রূপ রেখা আল্লাহর সাথে প্রয়োগ করা হলে ঈমানের উপর আঘাত চলে আসবে। দ্বিতীয়ত সাময়িকের জন্য ঈশ্বর বলে আল্লাহ উদ্দেশ্য নেয়া হলেও এ কথার কোনো যথার্থতা ইসলামে নেই। কারণ আল্লাহ নির্দিষ্ট কোনো জায়গার সাথে সংশ্লিষ্ট নন। উপরন্তু এ ধরনের কথা কুরআন হাদীসের কোথাও বর্ণিত হয় নি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ