আমার আইটেল ফোনের মডেল Itel 5320. আমি এই ফোনে কোন ব্রাউজার চালাতে লাগলে বা গুগল ম্যাপ দেখতে লাগলে যে সিমে এমবি আছে সেই সিম বাদে অন্য সিম থেকে এমবি কাটে।মানে সিম ১ রবি তুলে রাখছি এবং সিম ২ জিপি তুলে রাখছি।জিপিতে এমবি আছে।তো যখনি এপস ব্রাউজার দিয়ে নেট চালাচ্ছি বা গুগল ম্যাপ এপস এ ঢুকছি তখনি জিপি সিম বাদে রবি থেকে টাকা কাটা শুরু করছে।কিভাবে এটা সমাধান করব?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি অই ব্রাউজারের নেটওয়ার্ক অপশনে গিয়ে সিম সিলেক্ট করুন। অই খানে যেই সিমটা সিলেক্ট করবেন সেই সিমটা থেকে এম্বি কাটবে। যদি অই সিমে এম্বি না থাকে তাহলে আবার আপনি নেট চালাতে পারবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আইটেল মোবাইলে মেগাবাইট লাগে এরকম জাভা কোনো এপস চালালে যে সিমটি - সিম 1 এ থাকে সেই সিম থেকে মেগাবাইট কাটে।তাই,আপনি আপনার জিপি সিমটি-সিম 1 এ তুলুন।আশা করি কাজ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ