আমি যদি একটা ওভারের প্রতিটা বল ডট দেই কিন্তু কোন বল কিপার ধরতে না পারায় যদি ২-১ টা বাই রান আসে তাহলে কি ওই ওভার মেডিন ওভার হবে? আর যদি বাই না হয়ে লেকবাই হয় সেক্ষেত্রে কি হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নাহ সেটা মিডেন ওভার হবে না । রান হলেই সেই ওভার আর মিডেন ওভার হবে না । মিডেন ওভার হতে হলে সব বল গুলোয় রান হওয়া যাবে না অর্থাৎ ডট হতে হবে 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Rana Islam

Call

প্রতিটি বল ডট হলে অবশ্যই মেডিন ওভার হবে।কিন্তু কোনো বলে যেকোনো উপায়ে(বাই রান,ফোর,সিক্স ইত্যাদি) রান আসলে সেই বল ডট বলে বিবেচিত হবে না।কিন্তু আপনি যেহেতু ২-১ রান বাই হিসেবে দিয়েছেন তাই আপনার ওভারটি মেডিন হিসেবে বিবেচিত হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কখনোই মেইডিন ওভার হবে না।কারণ রান তো রান।সেটি ব্যাটসম্যানের ব্যাট থেকে আসুক কিংবা "লেগ বাই রান" বা "বাই রান" হোক।মেইডিন ওভার তখনই হবে যখন ওভারটিতে ০ রান হবে!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মেডেল অভার হবে না।মেডেল অভার হলো এক অভারে ৬ টা বলই ডট যেতে হবে কোনো রান হওয়া যাবে না।আর আপনি প্রশ্নে বললেন কিপার এর হাত থেকে মিস হিয়ে রান হয়েছে তাইলে এটা মেডেন অভার হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার ওভারে যদি কোন রান আসে (যেভাবেই আসুকনা কেন) সেটা মেডেল ওভারে গণ্য হবে না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

লেগবাই এ যদি রান হয় তবুও মেডেন ওভার হবে না। সুতরাং এটি এক্সট্রা রান হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনা যদি মেডিল ওভার নিতে চান তাহলো প্রতিটি বল ডট দিতে হবে কোনা ধরনের রান হলো আপিনের ওভার মেডিল হবে না  আর  যদি আপনার ভারের ৬ বল ডট হয়েও ২/৩ রান বাই হয় মেডিল ওভার হবে না ঐ বাই রান আপির নামা বা খাতাই লেখা হবে না এটি বাই রান হিসাব 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ