মাসে কত বার স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক,, আর কতবার হলে অতিরিক্ত ?


শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

আসলে স্বপ্নদোষ হয় শারীরিক ও মানুসিকতার উপর নির্ভর করে। তবে স্বপ্নদোষ যে হতেই হবে তা কিন্তু না।স্বপ্নদোষ হলে হবে ,, না হলে কোন সমস্যা নাই।তবে অতিরিক্ত হওয়া ক্ষতিকর যা প্রতিমাসে ৮/১২ বার এরো বেশি হলে অবশ্যই চিকিৎসা নেওয়া লাগবে আর সেক্সুয়াল সম্পর্কৃত সব বিষয় এড়িয়ে চলতে হবে।তবে স্বাভাবিক ভাবে সুস্থ্য মানুষর প্রতি মাসে ২/৩/৪ বার হতে পারে যা স্বাভাবিক বলা যেতে পারে।কিন্তু যদি প্রতি মাসেই এর থেকে বেশি হয় তাহলে অবশ্যই চিকিৎসা নেওয়া লাগবে যা হোমিও বা হামদার্দ এর।

ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ