আমি ১৯/০৬ একটি পিউলি খাই এবং ১৯/০৭ আরেকটি খাই আমার পিরিয়ড ২৩/০৭ হওয়ার কথা থাকলে ও ৬ দিন পেরিয়ে গেছে এখনও হয়নি আমি কি প্রেগনন্ট? আমি এখন বাচ্চা নিতে চাছিনা।কি করতে পারি?


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

মাসে ২ বার নয় তার বেশি বার ইমারজেন্সি

পিল সেবন করলেও কার্যকরি হবে। 

কিন্তু এ ধরনের মেডিসিন এতো ঘন ঘন

ব্যাবহার না করাই শ্রেয়। 

নারীরের সব সময়েই নির্দিষ্ট সময়ে মাসিক হয় না,

হরমোনের কারনে,  বিভিন্ন ধরনের পিল/ওষুধ

সেবন করার ফলে মাসিকের তারিখ ৫/৭ দিন

পিছিয়ে যেতে পারে।

যেহেতু একই মাসে ২ বার ইমারজেন্সি পিল

নিয়েছে সেহেতু পিরিয়ডের সময় পিছিয়ে

যাওয়াটাই স্বাভাবিক। 

আপনার বর্ণনা অনুসারে গর্ভবতী  হওয়ার

সম্ভবনা  নেই। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ