আমি ১০ শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র --- আমাদের পারিবারিক টাকার সমস্যা হওয়াতে এক কম্পানির লোক আমাকে চাকরি দিবে বলেছে -বলেছে আগামীকাল Biodata আর জাল সার্টিফিকেট বানিয়ে আমাকে চাকরিতে দিবে - চাকরির সময় ৮ ঘন্টা এতে আমি ক্লাস করতে পারব না --- এমতাবস্থায় আমি কি করতে পারি ---এক টাকার সমস্যা আর এক এইরকম কি করা যায় ---????
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হতে পারে এগুলো ফাঁদ।টাকার একান্ত সমস্যা হলে টিউশনি করাতে পারে।এছাড়া আউটসোর্সিং তো আছেই।এসব ফাঁদ থেকে সবসময় সাবধানে থেকো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভাই! আমার মতে আপনার জন্য এ চাকরী না করাই ভালো । প্রথমত, আপনি দশম শ্রেণীতে পড়েন মাত্র । এখন চাকরী করতে গেলে আপনি মাধ্যমিক পরীক্ষাটাও দিতে পারবেন না ভালোভাবে । আর তাছাড়া লোকটা আপনাকে লিগেল ভাবে চাকরী দিচ্ছে না । মিথ্যার আশ্রয় নিচ্ছে । সে ফেইক সার্টিফিকেট বানাচ্ছে! আমার মতে, আপনার অন্তত ইন্টার পর্যন্ত মন দিয়ে পড়াশোনার সাথে থাকা উচিৎ । এতে আপনি পরবর্তীতে মোটামুটি ভালো কোনো জায়গায় কাজ করতে পারবেন । আর পাশাপাশি পড়ালেখাও চালাতে পারবেন । কিন্তু এখন এ চাকরীতে গেলে ভবিষ্যতে পস্তাতে হতে পারে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ