আমার জানামতে ssc পরীক্ষার আর মাত্র ৮ মাস আছে.. কিন্তু রসায়ন পদার্থ ইংরেজী গনিতে আমার খুব সম্যসা.. বেশী ধারনা নাই ... আমার এখনো কোন বিষয়ে কম্পিলিট হয়নাই... আর আমি student হিসাবে বেশী খারাপ না.. রসায়ন পদার্থে প্রাইভেট ছাড়া কী আমি ভালো রেজ্লাট কীভাবে করবো.. দয়া করে বলবেন... আমি এই ৮ মাসে কীভাবে A+ করবো... দয়া করে একটু বিস্তারিত বলবেন... খুব উপকার হবে...
Share with your friends

আপনাকে মনোযোগ দিয়ে বুঝে বেশি করে পড়তে হবে‌‌ ইংরেজী গনিতে যেটা না বুঝবেন সেটা শ্রেণীশিক্ষকের কাছ থেকে বুঝে নিবেন।আর রসায়নের জন্য যা করবেন : রসায়ন কোনো মুখস্থ করার জিনিস নয় তাই আপনি মুখস্থ করে পাবেন না এটায় ভালো রেজাল্ট করতে । আপনাকে বুঝতে হবে । আপনি যদি সারাদিন ধরে মুখস্থ করেন যে Na+Cl=NaCl থাহলে কখনোই হবে না । আপনাকে বুঝতে হবে যে সোডিয়াম(Na)এবং Cl ( ক্লোরাইড) মিলে লবণ তৈরি হয় । অর্থাৎ একটি ধাতু আর একটি হ্যালোজেন গ্রুপের সদস্য মিলে লবণ তৈরি । এখানে Na এর পরিবর্তে অন্য ধাতু বা Cl এর পরিবর্তে অন্য কোনো হ্যালোজেন সদস্য থাকতে পারে । এখন আপনি যদি মুখস্থ করে যান তাহলে সৃজনশীল দিবে একটা যা আপনার মুখস্থের সাথে না মিললে আপনি বেকায়দায় পড়ে যাবেন । তাই আপনি বুঝে পড়ুন। এবং এর জন্য আপনাকে সাহায্য করতে পারে একজন ভালো রসায়ন স্যার যিনি আপনাকে মুখস্থ না করিয়ে বুঝিয়ে পড়াবে। আশা করি বুঝাতে পেরেছি । পদার্থের জন্য : পদার্থ আর রসায়নের জন্য আমার প্রায় একই পরামর্শ । কারণ আপনি পদার্থের সূত্র মুখস্থ করলেন একদম ঝরঝরা কিন্তু কোন প্রশ্নে কোন সূত্র ব্যবহার করতে হবে তা না বুঝলে আপনার দ্বারা পদার্থ হবে না । এখন আপনাকে বুঝতে হবে গতির চারটি সুত্রের কোনটি কখন বসবে । এরকম সকল সূত্রেই কোনটা কখন বসবে । এমন প্রায় সময় দেখা যায় শিক্ষার্থী পদার্থের প্রশ্ন টা বুঝেই না তখন উত্তর দেয়া আর সম্ভব নয় । এই প্রশ্ন এবং পদার্থে ভালো করার জন্য উপায় হলো বেশি বেশি করে অনুশীলন করা এবং একজন ভালো শিক্ষকের দ্বারা সব কিছু বুঝিয়ে নেয়া ।

Talk Doctor Online in Bissoy App