Call

আপনার এসএসসির পরে ইন্টারে সাইন্স নিয়ে পড়তে হবে এবং সাইন্সে সাবজেক্ট থাকতে হবে পদার্থ,রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত। তারপর এইচএসসি পাস করে মেডিকেলে পরীক্ষা দিতে হবে।  আর আপনার রেজাল্ট ভালো করার জন্য ভালো গণিত পারতে হবে। ডাক্তারি পড়ার সময় কম পারলে সমস্যা নাই। তবে রসায়ন এবং জীববিজ্ঞান ভালো পারতে হবে। আর গণিত বেশি বেশি প্রেক্টিস করেন তাহলে আস্থে আস্থে পারবেন। 

Talk Doctor Online in Bissoy App
Call

প্রথমে দেখ তোমার কী ইচ্ছা? তুমি কি তোমার বাবার স্বপ্ন পূরণে বদ্ধপরিকর? যদি প্রতীজ্ঞাবদ্ধ হও যে, তোমার বাবার স্বপ্ন তুমি পূরণ করবেই ইনশা আল্লাহ! তাহলে তোমাকে যা করতে হবে- এস এস সি তে অবশ্যই বিজ্ঞানের সাবজেক্টগুলোতে এপ্লাস পেতেই হবে। ম্যাথ সহ। অন্য সাবজেক্টগুলোতেও এ প্লাস পেতে হবে। মোট কথা, কমপক্ষে গোল্ডেন না হোক, এপ্লাস ধরে রাখতে হবে। ইন্টার মিডিয়েটে জীববিজ্ঞানকে কম্পোলসারি হিসেবে নিবা। খুব ভাল করে জীববিজ্ঞান আর রসায়ন পড়বা। ইংরেজী, পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান এই চারটা সাবজেক্টে এপ্লাস থাকতেই হবে। নয়ত পরীক্ষাই দেয়ার সুযোগ পাবা না। ব্যাস, এখন থেকেই বিভিন্ন মেডিকেলের প্রশ্ন সলভ করতে থাকো এবং এসএসসি পরীক্ষায় এপ্লাস পাবার জন্য পড়তে শুরু কর। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App