আমি অত্র বছর(২০১৮) তে বানিজ্য বিভাগ থেকে পরিক্ষা দিয়ে ৪.৭২ পেয়ে উত্তীর্ণ হই।এখন আমি টানাপোড়নেনের মধ্যে আছি কি করব।এক এক জন এক এক বুদ্ধি দেয়।কেউ জোড় দিয়ে বলে সরকারি কলেজে পড়ো।কেউ বলে পলিটেকনিক এ পড়ো আবার কেউ বলে বেসরকারি কলেজে পড়ো। এখন বুঝতে পারছি না কি করব? কোনটায় পড়া বেশি ভালো হবে। সাজিয়ে গুছিয়ে মূল্যবান মতামত পেস করলে ভালো হয়। অগ্রিম কৃতজ্ঞতা জানাচ্ছি,'জাযাকাল্লাহ খাইরান"
Share with your friends
Call

দশ জনের কথায় কান না দিয়ে আপনি পলিটেকনিক এ পড়তে পারেন কারণ এটা কারিগরি শিক্ষা । তাই Computer নিয়ে পড়তে পারলে ভাল চাকরি হবে ইনশাল্লাহ।

Talk Doctor Online in Bissoy App

বর্তমানে সরকার কারিগরি শিক্ষার উপর বেশি জোর দিচ্ছে। 'কারন কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জোরে কর্ম মিলে' স্লোগানটি হয়তো শুনেছেন। বর্তমান পরিস্থিতিতে জেনারেল এর তুলনায় কারিগরির শিক্ষার কর্মক্ষেত্র বেশি। তবে যাই হোক পরামর্শ আমাদের সিদ্ধান্ত আপনার। যা ভাল মনে করেন তাই করবেন।

Talk Doctor Online in Bissoy App