আমার কয়েকদিন যাবৎ হাত-পা ঘামছে আমি কি করব বুজতে পারছি না? কেউ যদি বলতেন!
শেয়ার করুন বন্ধুর সাথে
Manik Raj

Call

হাত-পা কেন ঘামে

তার সুনির্দিষ্ট কারণ

এখনো বের করা যায়নি।

তবে বংশগতভাবে এ রোগ থাকা,

শরীরের ভেতরের

ভারসাম্যহীনতা, মানসিক চাপ,

দুশ্চিন্তা প্রভৃতি কারনে হাত-পা

ঘামতে পারে। হাত-পা ঘামা

কমানো যেতে পারে। 

অ্যালুমিনিয়াম ক্লোরাইডযুক্ত এক

ধরনের বিশেষ লোশন হাত-পায়ে

ব্যবহার কারলে হাত-পা ঘামা

কমে যায়। তবে হাত-পায়ের ঘাম

রোধে যা-ই করা হোক না কেন,

তা করার আগে অবশ্যই

বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

তথ্যসূত্র : ইন্টারনেট। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ