Call

আপনি কবুতরকে প্রতিমাসে রেনামাইসিন খাওয়াতে পারেন|| অত্যন্ত কার্যকরী ওষুধ....... প্রতি ট্যাবলেট ৩ টাকা||

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কবুতরের কয়েকটি উল্লেখযোগ্য রোগ ও প্রতিকার নিচে উল্লেখ করা হলো : 

রোগের নাম

লক্ষণ

প্রতিকার

বসন্ত

ত্বকের পালক বিহীন জায়গায় ফোস্কা হয়, গলার ভেতর ছোট ছোট ক্ষত হয়।

৪ সপ্তাহ বয়সে বুকে বা পায়ে পিজিয়ন পক্স টিকা দিতে হয়।

কলেরা

শরীরের তাপমাত্রা বৃদ্ধি, অরুচি, ওজন হ্রাস, শ্বাসকষ্ট, সবুজ বা হলুদ ডায়রিয়া।

ট্যারামাইসিন ক্যাপসুল বা কসুমিক্স প্লাস ওষুধ খাওয়াতে হবে।

রক্ত আমাশয়

দুর্বলতা, শীর্ণতা, ফ্যাকাশে ভাব, ক্ষুধামন্দা, রক্ত মিশ্রিত মলত্যাগ।

ইএসবি-৩ বা এমবাজিন বা এলুড্রন পানিতে মিশিয়ে ৩ দিন খাওয়াতে হবে।

কৃমি রোগ

ক্ষুধা ও পিপাসা বৃদ্ধি, দুর্বলতা, রক্ত স্বল্পতা, ডায়রিয়া, ওজন হ্রাস ইত্যাদি।

এডিপার বা ইউভিলন, কুপেইন, মেবেন ট্যাবলেট প্রতি ৩ মাস পরপর খাওয়াতে হবে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ