jonaeyd

Call

আসলে আপনি বোকা না। আপনি কথা বলাটা পছন্দ করেন না। তবে এটা ঠিক না। কথা বল্লে মন ভাল থাকে।।। আপনি সবার সাথে খুশি থাকার চেষ্ঠা করুন দেখবেন আপনিও পারবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
almasali

Call

আপনি হয়ত ঘরকোনো স্বভাবের।আপন যদি এমন হন, তাহলে আপনাকে এই শৃংখল হতে মুক্ত হতে হবে।আপনি কিছুদিন বিভিন্ন চায়ের দোকান,বাজার ইত্যাদি মোটকথা আপনাকে লোকজনের সাথে মিশতে হবে।মিশতে মিশতে কথা বলতে বলতে আপনি চালাক আর কথা বলা শিখে যাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

 আমিও jonaeyd ভাইয়ের সাথে এক মত।আপনি যদি

 নিযেকে বোকা ভাবেন তাহলে আপনি বোকাই থেকে যাবেন।তাই সব সময় নিযের প্রতি বিশ্বাস রাখুন।যদি কথা বলতে একেবারেই না পারেন, তবে ঠিক যতখানি কথা বলা প্রয়োজন ততখানি বলবেন।মনে রাখবেন বশি কথা বলা লোককে কেউ পছন্দ করেনা।তার মানে এইটা নয় যে কথা একদম কম বলবেন।মনে রাখবেন বেশি কম কথা বলা মানুষকেও অনেকে খারাপ চোখে দেখে। মনে করবে আপনি অনেক অহংকারি। তাই পরিমান মতো কথা বলাই উত্তম।ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ