Call

হযরত মুহাম্মাত (সা:) জীবনে ৪বার বিয়ে করেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

একজন সাধারণ মানুষ জিবনে অনেকবার বিয়ে করতে পারবে যদি শরীয়াতের নীতিমালা অনুযায়ী করে।তবে একসঙ্গে বা একত্রে চারের অধিক স্ত্রী রাখার অনুমতি শরীয়াতে নেই। এসম্পর্কে কোরআনে এসেছে সূরা আন নিসা:3 - আর যদি তোমরা ভয় কর যে, এতীম মেয়েদের হক যথাথভাবে পুরণ করতে পারবে না, তবে সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভাল লাগে তাদের বিয়ে করে নাও দুই, তিন, কিংবা চারটি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা কর যে, তাদের মধ্যে ন্যায় সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে, একটিই অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে; এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা।

উল্লেখিত আয়াতে চার স্ত্রী পর্যন্ত বিবাহের অধিকার দেয়া হয়েছে।তবে একজন পুরুষের জন্য চার স্ত্রী করা তখন‌ই বৈধ হবে যদি তাদের খোরপোষ ও যৌন চাহিদা মিটানোর যোগ্যতা পুরুষের মধ্যে বিদ্যমান থাকে।এ বিষয়টি হাদিসে এভাবে এসেছে, يا معشر الشباب من استطاع منكم البأة فاليتزوج 

অর্থঃ হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে বুখারী শরীফ হাদীস নং ৫০৬৫

হাদিসে 'সামর্থ্য" বলতে ঐ খোরপোষ ও যৌন চাহিদা মিটানো কে বুঝানো হয়েছে। উপরোক্ত আয়াতেও এদিকে ইঙ্গিত করা হয়েছে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারোর অধিক বিবাহ করেছিলেন, কিন্তু হুজুরের সাহচর্যে ধন্য হন এগারোজন।দেখুন সিরাতে খাতামুল আম্বিয়া ব‌ই পৃঃ২২-২৬
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ