শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সম্রাট আকবরের শাসনকালীন সময়ে হিজরি সালের কারণে খাজনা আদায়ে সমস্যা হত। কারণ হিজরি বছরের শুরুতে বাংলায় ফসল হত না। একারণে সম্রাট আকবর রাজজোতিষ্যী মহাপন্ডিত ফতেহ আমীর উল্লাহ সিরাজীকে বাংলা সন উদ্ভাবনের নির্দেশ দেন। তখন তিনি হিজরি সন ও সৌর সনের সমন্বয় ঘটিয়ে বাংলা সন উদ্ভাবন করেন।  প্রথমে অগ্রহায়ন মাস থেকে নতুন সাল গণনা করা হলেও পরবর্তীতে বৈশাখ মাসে নেওয়া হয়। কারণ হেমন্তে ধান হওয়াত পর খাজনা দেওয়ার জন্য প্রস্তুত করতে করতে চৈত্র‍্য মাস এসে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ