আমার সমস্যা হল ঘন ঘন প্রসাব হচ্ছে,পেটের ডানপাশের হাড়ের মধ্যে হালকা বাড়ি দিলে ব্যথা ব্যথা লাগে। কি সমস্যা এটা এবং নিরাময় সম্ভব? প্রসাব কমানোর জন্য Levomax 500, nortil 10, solider ওষধ খাচ্ছি। কিন্তু ব্যথা কমছেনা।প্রসাব এর বেগ ও তেমন কমেনি। কি করা উচিত প্লিজ জানাবেন।উল্লেখ্য জ্বর সর্দি প্রসাবে জ্বালাপোড়া নাই।
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

ব্যথা করে এটা যুক্তিসঙ্গত কথা, কিন্তু বাড়ি

দিলে ব্যথা করে এটা অযৌক্তিক কথা!!

আপনি বাড়ি (আঘাত) করার কী দরকার?

হাত পা শুল দিচ্ছে নাকি?? এই কথাটা

ডাক্তারের কাছে বললেও রেগে যাবে।

নিজে নিজে ব্যথা সৃষ্টি করতে যাবেন না।


আরো কয়েকদিন Levomax চালিয়ে যান

তবে Nortin ও Solider চলবে 3 মাস চালিয়ে

যাবেন, এতেই ঘন ঘন প্রস্রাবের সমস্যার

সমাধান হয়ে যেতে পারে।


নিয়মিত গ্যাস্ট্রিকের ঔষধ অবশ্যই খাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ