Call

আপনার প্রশ্নের উত্তর দুই রকম। যথাঃ- ১) জিবীত থাকাকালীন ঃ- এ সময় বলতে হবে যে, رامت بركاتكم দা মাত বারকা তুকুম। ২) মৃত্যুর পরঃ এ সময় বলতে হবে যে, رحمة الله عليه রাহমাতুল্লাহি 'আলাইহি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হুজুর, পীর, আল্লামা বা কোনো ইসলামী চিন্তাবিদের নামের শেষে অবশ্যকীয়ভাবে যুক্ত করার মত কোনো শব্দ নেই। এমন কোনো শব্দ বা বাক্য নেই যা তাদের নামের শেষে যুক্ত না করা হলে গুনাহ বা বড় ধরণের অন্যায় হবে। তবে তাঁদের নামের শেষে সম্মানজনক বা প্রার্থনাসূচক কিছু শব্দ বা বাক্য ব্যবহার করা যেতে পারে। যথা, ১। সাহেব। শব্দটি আভিধানিক অর্থ সাথী, বন্ধু, অধিকারী। ভারত উপমহাদেশে শব্দটি সম্মানজনক শব্দ হিসেবে বিশিষ্ট ব্যক্তিদের নামের শেষে যুক্ত করা হয়। ২। দামাত বারাকাতুহুম। বাক্যটির অর্থ তাঁর কল্যাণ, প্রাচুর্য দীর্ঘস্থায়ী হোক। ৩। মাদ্দা যিল্লুহু। অর্থ তাঁর ছায়া দীর্ঘায়িত হোক। এ জাতীয় সুন্দর অর্থবোধক প্রার্থনাসূচক বাক্য ব্যবহৃত হতে পারে। তবে এ জাতীয় শব্দের ব্যবহার যেন মাত্রারিক্ত না হয়ে যায় সে ব্যাপারেও লক্ষ রাখা প্রয়োজন। তাঁরা যেন সাহাবা, তাবিয়ী এবং আমাদের পূর্বসূরীদের চেয়েও বেশী সম্মান ও মর্যাদার পাত্র না হয়ে যায়। উপরন্তু বর্তামানে উপাধী ও সম্মানজনক শব্দ ব্যবহারের আধিক্য সত্যনিষ্ঠতার বার্তা বহন করে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ