আমি প্রতিদিন এক ঘন্টা করে হাটি, আমার পেটের মেদ অনেক বেশি।হাটলে কি তা কমবে?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পেট থেকে যত ঘাম ঝড়বে মেদ তত কমবে।তাই অধিক পরিশ্রম করার চেষ্টা করুন।আপনি হাটলেও আপনার মেদ কমবে।এভাবেই প্রতিদিন এক ঘন্টা করে হাটার অভ্যাস রাখুন।তবে,এটা একটু সময় সাপেক্ষ।তাই ধৈর্য হারাবেন না।সাথে অন্যান্য ব্যায়ামগুলোও করার চেষ্টা করুন।গরুর মাংস ও চর্বি জাতীয় খাবার একদমই এড়িয়ে চলবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ