অনেক দিন থেকেই আমি এই সমস্যাটির সস্মুখীন হচ্ছি। যদি বেশী হাটাহাটি করি তাহলে কোনো চোট ছাড়াই পায়ের গোড়ালি কিংবা হাটু অনেক সময় হাত ও ব্যাথা করে। প্রতিদিনই হাত কিংবা পা দুটোর একটা ব্যাথা করে। কাল রাতে দোড়াদোড়ি করেছিলাম বেশি তাই আজ বাম পা নিয়ে হাটতে পারছি না। রোগটা কি  বুঝতে পারছি না! জানালে উপকৃত হতাম


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নিচের এই লিংকে গেলে আপনার অনেক উত্তর পেয়ে যাবেন।

https://www.google.com.bd/amp/s/news.banglanewslive.com/amp/news.php%3fnews_id=2942

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ