Unknown

Call

মূলত বৈজ্ঞানিক কোন ব্যাখ্যা নেই

তবে মুসলিম হিসেবে জ্বীনে বিশ্বাসী।


আপনি স্থানীয় বা বিখ্যাত কোন এ রকম বিশেষজ্ঞকে ডেকে দিঘীটা দেখান,তিনি সমাধান দিয়ে দিবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

আপনার কথা স্পষ্ট নয়। আরও একটু ব্যাখ্যা দিয়া ঘটনাটা বুঝিয়ে বললে ভাল হয়। মানুষ পাগল হয়ে যাচ্ছে মানে কি? রিয়েলি কি মাথা খারাপ টাইপ পাগল হচ্ছে নাকি তারা দীঘীতে পড়ে সুইসাইট করছে? যদি সুইসাইট না করে তবে মৃত্যুর কারন যে দিঘী তা বুঝলেন কিভাবে? 

যাইহোক, প্রথমে যারা মারা যাচ্ছে তাদের খুব ভাল করে ফরেন্সিক করান। পানিতে কোন সমস্যা আছে কিনা জানুন। পানিতে রাসায়নিক বিষ্ক্রিয়া থাকলে তো মারাই যাবে যা বোঝা কঠিন, এছাড়া কোন জীবানু ছড়ালো কিনা। এমিবার কারনে এমনটি হয়, যদি মাথার সমস্যা হয়ে মারা যায় তবে অবশ্যই ভিরিয়ন ও প্রিয়ন্স টেস্ট করান। 

সর্বপরী কোন জিন ভুত, তন্ত্র মন্ত্র যাদু টোনা, এগুলোর দোষারোপের থেকে উপযুক্ত টেস্টিং করে খুজে বের করুন ,  কোন না কোন কারন পাবেনই

আর যদি মাথা খারাপ না হয়, জাস্ট মানুষ ঝগড়া বিবাদ, দুখ শোকে পড়ে দিঘীতে ঝাপ দিয়া মরার চেষ্টা করে তবে বিষয়টা ভিন্ন, এক্ষেত্রে আপনি ভয়ঙ্গকার কোন ভূতের দিঘীর গল্প ফেদে ছড়িয়ে দিন। মানুষ মরনকে ভয় না পেলেও ভুতের ভয় ঠিকই পায়। এর ফলে কেউ দিঘীর পাশে যাবেনা, লোকজন কাউকে ওদিকে যেতেও দেবেনা। দেখবেন দিঘীতে ঝাপ কমে গেছে হাহাহাহা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ