Share with your friends
Call

ডাটা সেটিংসে গিয়ে আপনি ডাটা রোমিং অপশনটা 

চালু করেন, তাহলে আর প্রবলেম হবে না।।

Talk Doctor Online in Bissoy App
Call

কি ধরনের ফোন ব্যবহার করেন তা উল্লেখ করেননি।আমিও এয়ারটেল সিম ব্যবহার করি।একই সমস্যা আমারও মাঝে মাঝে হয়।ফেসবুকের অফিশিয়াল এ্যাপে ঢুকতে প্রায় ৩-৪ মিনিট সময় লাগে। এয়ারটেলের নেটওয়ার্ক খুব খারাপ(আপনার এখানে কেমন জানিনা)তবে আমার মনে হয় এটা নেটওয়ার্কের সমস্যা।যদি ৩জি না পান তাহলে একটু সমস্যা তো হবেই।তবে অপেরা দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। আমি হয়ত আপনাকে আপনার সমস্যা সম্পর্কে বুঝাতে পারিনি।আপনি বিস্তারিত জানতে ৭৮৬ নাম্বারে কল করুন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি আপনার মোবাইল ফোনে চেক করে দেখে নিন যে ফোনে Mobile Networks ঠিক আছে কিনা ।। এজন্যে আপনাকে যেভাবে যেতে হবে settings >connectivity >data accounts এ গিয়ে একটা ডাটা খুলে নিন । আর যদি আপনার ফোনটা এন্ড্রয়েড হয় তাহলে settings >mobile networks >acces point names এ গিয়ে ডাটা তৈরী করে নিবেন

Talk Doctor Online in Bissoy App