কোরআন পড়ে কী মোনাজাত  করা যাবে যেমন টা নামায শেষে আল্লাহতালার কাছে দুয়া করি  তেমন টা কী করা যাবে.?????? 
শেয়ার করুন বন্ধুর সাথে

হ্যা, কোরআন পড়ে মুনাজাত করা যাবে।  বরং  কোরআন পড়ে মুনাজাত  করলে সেই দোয়া কবুলের বেশি আশা করা যায়। কারণ যখন কোন নেক আমল করে দোয়া করা হয় তখন সেটা আল্লাহ কবুল করেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কোরআনের বিশেষ বিশেষ আয়াত দিয়েই মুনাজাত সবচেয়ে উত্তম । কারণ কুরআনেই সব কিছুর রহমত বিদ্যমান ।তাই আপনি কোরআনে আয়াত দিয়ে নিয়মিত মুনাজাত করুন । সফলকাম হবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ