গোসলের সকল নিয়ম মেনে গোসল করলে সেখানে ওজু ও পবিত্রতার সকল শর্তও পুরন হয় তাই আলাদাভাবে আর ওজু করার প্রয়োজন পরে না তবে কেউ চাইলে আত্মসন্তুষ্টির জন্য ওজু করতে পারেন এতে দোষের কিছু নেই।

“রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করে দুই রাকাত নামায আদায় করতেন। অতঃপর তিনি ফজরের নামায পড়তেন। তাঁকে আমি গোসলের পর আর নতুনভাবে ওজু করতে দেখিনি। (সুনানে আবু দাউদ, হাদীস নং ২৫০)”

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
rjrahman

Call

হ্যা।।ফরজ গোসলের নিয়ম মেনে চললে ওযু করা আর প্রয়োজন হয়না।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যথা নিয়মে গোসল করার দ্বারা উযূ সম্পন্ন হয়ে যায়। গোসল করার পূর্বে উযূ করা হোক বা না হোক। কেননা গোসলের মধ্যমে উযূর অঙ্গগুলো ধৌত হয়ে যায়। তবে গোসলের পূর্বে উযূ করা সুন্নাত। আর গোসলের মাধ্যমে উযূর অঙ্গসমূহ সম্পূর্ণ ভিজে যাওয়া সত্ত্বেও গোসলের পর আবার উযূ করা মাকরূহ।

ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গোসল করার পর ওযু করে সে আমার দলভুক্ত নয়। মু’জামে তাবারানী আওসাত ৩/২৪৩, হাদীস ৩০৪১, আলমুহাদ্দিসুল ফাসিল বাইনার রায়ী ওয়াল ওয়ায়ী, হাদীস ২২৩

জনৈক গ্রাম্য লোক ইবনে উমর রা.কে বললেন, আমি গোসল করার পর ওযু করি। তখন ইবনে উমর রা. বললেন, তুমি বেশি বাড়াবাড়ি করছো। মুসান্নাফে ইবনে আবি শাইবাহ, হাদীস ৭৫০

জনৈক ব্যক্তি আলকামা রা. এর নিকট এসে বললো, আপনার ভ্রাতুষ্পুত্রী তো গোসল করার পর ওযু করে। তখন তিনি বললেন, যদি সে আমাদের নিকট থাকত তাহলে এমন কাজ করতো না। কোন ওযু গোসলের চেয়েও বেশি ব্যাপক হতে পারে ? মুসান্নাফে ইবনে আবি শাইবাহ, হাদীস ৭৫১

হুযাইফাহ রা. বলেন, তোমাদের কি মাথা থেকে পা পর্যন্ত ধৌত করে নেয়া যথেষ্ট হয় না যে আবার ওযু করবে ? মুসান্নাফে ইবনে আবি শাইবাহ, হাদীস ৭৫৬

ইমাম বুখারী রাহ. বলেন, গোসল পরিপূর্ণ হয়ে যাওয়ার পর নতুন করে ওযু করা শরীয়ত কর্তৃক অনুমোদিত নয়। ফাতহুল বারী ১/৩৬২

আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলকামাহ, সাঈদ ইবনে জুবাইর, ইবরাহীম নাখায়ী, হুযাইফা শা’বাঈ প্রমুখ সাহাবী এবং তাবিয়ীগণ গোসল করার পর ওযু করাকে অপসন্দ করতেন।

http://www.ahlalhdeeth.com/vb/showthread.php?t=165694

সুতরাং আপনি লোক মুখে যা শুনেছেন তা যথার্থ।-সুনানে তিরমিযী; হাদীস ১০৭, রদ্দুল মুহতার ১/২৯৪, মাসাইলে উযূ; পৃষ্ঠা ৩৭, মাসাইলে গোসল; পৃষ্ঠা ৪৮।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ