Call

♠♠♠বর্তমানে, শরীয়ত সম্মত ভাবে অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে, কোনো খ্রিষ্টান বা অমুসলিম নারী ইসলাম গ্রহণ করলে, সেই নারীকে কোনো মুসলিম ব্যক্তি বিবাহ করতে পারবে। এবং সে একজন মুসলিম নারী হিসেবে তার উপর ইসলামের যাবতীয় বিধান আরোপিত হবে এবং তাকে কোরআন ও হাদিছ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। সে কখনো তার পূর্বের ধর্মের কোনো কিছু করতে পারবে না। ♠♠♠তবে, খ্রিষ্টান বা ইহুদি মহিলা যদি তাদের কিতাব পুরোপুরি অনুসরণ করে এবং মুশরিক না হয়। তাহলে, সেই নারী মুসলিম পপুরুষের সাথে বিবাহিত হওয়ার পর, সে ইঞ্জিল বা তাওরাতের বিধানমত জীবন যাপন করতে পারবে। তবে, এরকম মহিলা খুজে পাওয়া দুষ্কর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ